নেতৃত্বের সংকটে ক্রীড়াঙ্গন: তিনটি আন্তর্জাতিক গেমস সামনে, প্রস্তুতি নেই

দেশের ক্রীড়াঙ্গন বর্তমানে চরম বিশৃঙ্খলা ও অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে কোটি কোটি টাকার অবকাঠামো, অন্যদিকে কার্যত কোনো কার্যকর তদারকি বা সমন্বয়ের অভাবেই থেমে যাচ্ছে খেলাধুলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদপ্তরের মধ্যে নেই কোনো সংযোগ।

যদিও সরকার ক্রীড়া উন্নয়নে বাজেট বরাদ্দ অব্যাহত রেখেছে, কিন্তু মাঠ পর্যায়ে এর ফলাফল চোখে পড়ছে না। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এখন চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে, যার অনেকগুলোর সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। হাত লিখে করা প্রজ্ঞাপন, অযোগ্য বা বিতর্কিত ব্যক্তিদের পদায়ন এবং সুপারিশ উপেক্ষা করে কমিটি গঠন—সবকিছু মিলিয়ে বিরূপ প্রভাব পড়েছে ক্রীড়াবিদদের প্রস্তুতিতে।

গত এক বছরে দেশের খেলাধুলা কার্যত স্থবির। শারীরিক প্রস্তুতির অভাবে খেলোয়াড়দের সক্ষমতা শূন্যের কোটায়। অথচ সামনে রয়েছে এশিয়ান যুব গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং সাউথ এশিয়ান গেমসের মতো বড় আসর।

দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ও পরিকল্পনার অভাবে দেশের ক্রীড়াঙ্গন হারাচ্ছে তার গতি ও গৌরব। ক্রীড়াবিদদের চোখে স্বপ্ন ঝাপসা হয়ে আসছে। এখন প্রয়োজন, সুসংগঠিত নেতৃত্ব এবং স্বচ্ছ ক্রীড়া প্রশাসনের মাধ্যমে দেশের ক্রীড়াক্ষেত্রে গতিশীলতা ফিরিয়ে আনা। তা না হলে বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকা ওড়ানো শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে।

Exit mobile version