পদক জিতে জানলেন মেয়ের বাবা হচ্ছেন

সাঁতারে অসংখ্য পদক জিতেছেন রায়ান মার্ফি। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু অলিম্পিকে চারবারের স্বর্ণজয়ী। একটা সময় ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ডটা ছিল তাঁর নামেই। সেই হিসেবে গতকাল প্যারিস অলিম্পিকে এই ব্যাকস্ট্রোক বিশেষজ্ঞের ব্রোঞ্জ তাঁর ক্যারিয়ারের আহামরি কোনো অর্জন নয়। তবে ২৯ বছর বয়সী সাঁতারুর এই ব্রোঞ্জ জয় লেখা হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

লা ডিফেন্স অ্যারেনায় পদক বুঝে নেয়ার পর গ্যালারির সামনে জয় উদযাপন করছিলেন মার্ফি। সেই মুহুর্তে তাঁর সহধর্মিনী ব্রিজেট কন্টিনেন একটি প্লাকার্ড উঁচিয়ে ধরেন। যেখানে লেখা ছিলো- ‘রায়ান, এটা মেয়ে!’

মার্ফি জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান হওয়ার কথা। তবে আজকের ঘটনার আগে তিনি জানতেন না তাঁর অনাগত সন্তান মেয়ে নাকি ছেলে। তাই অলিম্পিকের আসরে পদক জয়ের পর স্ত্রীর কাছ থেকে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না।

মার্ফি জানান, ‘এই প্রথম জানতে পারলাম। অবশ্যই এটা জানতাম সে অন্তঃসত্ত্বা। দুজনেই ভেবেছিলাম হয়তো ছেলের মুখ দেখব। সবকিছু আমরা আমাদের ছোট্ট মেয়েকে উৎসর্গ করব।’

Exit mobile version