রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুন এক জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে ৬ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। কিন্তু এরপরই জরিমানার মুখে পড়েছে শাহীন শাহ আফ্রিদির দল। প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি হিসেবে ম্যাচ ফি ২০ শতাংশ কর্তনের রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি। ৪ ওভার বাকি ছিল তখনও। পরে আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী শাস্তি আরোপ করেন। আইসিসির ম্যাচ আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বল শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।
আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা থাকলেও তা হয়নি। ইসলামাবাদে বোমা হামলার পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে আলোচনার পর পরের দুটি ম্যাচ ১ দিন করে পেছানো হয়েছে। এখন বাকি দুই ওয়ানডে হবে আগামীকাল ও ১৬ নভেম্বর।
একই কারেণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও একদিন পেছানো হয়েছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে সেই ত্রিদেশীয় সিরিজ এখন ১৭ নভেম্বরের পরিবর্তে শুরু হবে পরদিন। যদিও সিরিজের ফাইনাল ২৯ নভেম্বরই অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















