প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নোয়াহ লাইলস। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইশেষে জয়ী হন তিনি।
স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে ঝড় তুলে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। মাত্র ৫ মাইক্রোসেকেন্ডের দূরত্বে এগিয়ে থেকে দ্রুততম মানব হয়েছেন তিনি।
৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন লাইলস ও জ্যামাইকার কিশেন থম্পসন। তাই কিছুক্ষণ অপেক্ষা শেষে দেখা যায় মাইক্রোসেকেন্ডে এগিয়ে আছেন লাইলস।
ক্যারিয়ারসেরা টাইমিংয়ে তিনি সময় নিয়েছেন ৯.৭৯.৭৮৪ সেকেন্ড। তাতে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৯.৭৯.৭৮৯ সেকেন্ডে শেষ করা থম্পসনকে। আর ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলি।