প্রথম দিন বাংলাদেশকে এগিয়ে রাখলেন আইরিশ কোচ

মিরাজের প্রশংসা

প্রথম দিন বাংলাদেশকে এগিয়ে রাখলেন আইরিশ কোচ

সিলেট টেস্ট বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

সিলেট টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের টপঅর্ডার ব্যাটাররা বেশ ভালোই করেছেন। দুই সেশন পর আইরিশরা ৪ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে যোগ করে। কিন্তু বাংলাদেশের স্পিনার দুর্দান্ত বোলিং করে তাদের স্বস্তিতে প্রথম দিন শেষ করতে দেয়নি। তাই প্রথম দিন বাংলাদেশকে এগিয়ে রাখলেন আইরিশ কোচ গ্যারি উইলসন তিনি আরো প্রশংসা করলেন বাংলাদেশী স্পিনারদের। সেই সাথে প্রথম দিন শেষে এগিয়ে রেখেছেনি তিনি স্বাগতিক বাংলাদেশকেই।

সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আয়ারল্যান্ড। তবে একটি উইকেট কম থাকতে পারতো শেষ বলে তাইজুল ইসলাম যদি আঘাত না হানতেন। যখনই আইরিশ ব্যাটাররা দলের অবস্থান কিছুটা মজবুত করেছেন, তখনই বাংলাদেশের স্পিনাররা বাগড়া দিয়েছে। তাই দিনশেষে আইরিশ কোচ উইলসন বলেছেন,‘আমি মনে করি তারা খুবই সঠিক জায়গায় বল করেছে। দিনের প্রথম সেশনে পিচে খুব বেশি স্পিন ছিল না, তবে সময় গড়ানোর সাথে সাথে স্পিনও বেড়েছে। তারা লাইন-লেংথ বজায় রেখে বল করেছে এবং আমাদের রান করার জন্য খুব বেশি আলগা বল দেয়নি।

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করেছেন আইরিশ কোচ উইলসন। শেষ বলে উইকেট না হারালে বেশ ভালো অবস্থানে থাকা যেতো এথানে। এ বিষয়ে উইলসন বলেছেন,‘শেষ বলে ওই উইকেটটি না হারালে বেশ ভালো হতো। আসলে এটা বেশ ভালো গ্রাউন্ড। এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটও খেলা হয়েছে আগে। সবমিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা। আগে এখানে পেস এবং বাউন্স দেখা গেছে। তবে আমি মনে করি এটা বেশ ভালো উইকেট। দেখা যাক কাল আরও কত রান তুলতে পারি আমরা।

শেষ বলে উইকেট নিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ দলকে। তা নিয়ে আফসোস করলেও উইলসন এই টেস্টের পরিস্থিতি বুঝতে স্বাগতিকদের ব্যাটিং দেখার অপেক্ষায় আছেন। তিনি বলেছেন,‘দিনটি মোটামুটি ভালোই ছিল। যদিও শেষ বলে ওই উইকেটটা না হারালে হয়তো আরও ভালো হতো। ওই উইকেটটি হয়তো বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছে। তবে সত্যি বলতে, দুই দল ব্যাটিং না করা পর্যন্ত আসলে কিছুই নিশ্চিত করে বলা যায় না।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘আগামীকাল বাংলাদেশের ব্যাটিং দেখার পর আমরা হয়তো পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে পারব। তখন উইকেটের আচরণ সম্পর্কেও আমাদের একটি ভালো ধারণা হবে। আমি আগেই বলেছি, ৭ উইকেটে এই রান হলে হয়তো দিনটা সমানে-সমানে শেষ হতো। শেষ উইকেটটি হয়তো বাংলাদেশকে কিছুটা হলেও এগিয়ে রেখেছে।

Exit mobile version