তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হবে বগুড়া ও বিকেএসপি। আর বালিকা বিভাগের ফাইনালে লড়বে জয়পুরহাট ও রাঙ্গামাটি। পল্টন ময়দানে আজ বিকাল তিনটায় বালকদের ফাইনাল ও বিকাল চারটায় বালিকাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ সকালে অনুষ্ঠিত হয় যুব কাবাডির জাতীয় পর্বের চারটি সেমিফাইনাল ম্যাচ। বালক বিভাগের প্রথম সেমিফাইনালে বগুড়ার প্রতিপক্ষ ছিল লালমনিরহাট। সহজেই ফাইনালে জায়গা করে নিয়েছে বগুড়া। প্রথমার্ধের খেলা শেষে বগুড়া ১৬-৯ পয়েন্টে এগিয়ে যায়। বিরতি থেকে ফিরেও ম্যাচে ফিরতে পারেনি লালমনিরহাট। ৩৯-২৩ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় বগুড়া।
দ্বিতীয় সেমিফাইনালে লড়েছে বিকেএসপি ও সিলেট। এই ম্যাচেও সহজে জয় পেয়েছে বিকেএসপি। প্রথমার্ধেই ১৮ পয়েন্টের লিড নেয় তারা। বিরতি থেকে ফিরেও প্রাধান্য বিস্তার করে খেলে ৪৯-২১ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় বিকেএসপি।

বালিকাদের দুটি সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুটি ম্যাচই গড়ায় টাইব্রেকারে। প্রথম সেমিফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়পুরহাট ও নড়াইলের মাঝে। ১৫ -১৫ পয়েন্টে সমতায় থেকে নড়াইল ও জয়পুরহাট প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধেও সমান তালে এগিয়েছে দুই দল। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছিল সমতা। নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলের পয়েন্ট ছিল সমান ৩২। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে জয়পুরহাট বাজিমাত করে। ৩৯-৩৬ পয়েন্টে নড়াইলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জয়পুরহাট।
দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল ও রাঙ্গামাটির লড়াইও ছিল দারুন জমজমাট। প্রথমার্ধে রাঙ্গামাটি মাত্র এক পয়েন্টে এগিয়ে ছিল। রাঙামাটির ৮ ও বরিশালের ৭ পয়েন্ট ছিল। এরপর দ্বিতীয়ার্ধ শেষ হয় সমতায়। দুই দল সমান ২১ পয়েন্ট নিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ করে। এর ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ২৭-২৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে ফাইনালে উঠে রাঙ্গামাটি।