ফেনী জেলায় চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সমাপ্ত

ফেনীতে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষে সনদ দেওয়া হয়

অন্তর্বর্তী সরকার অনেক আগেই ঘোষণা করেছেন ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সেই উপলক্ষে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় ফেনী জেলায় ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাফল্য অর্জনকারীদের সনদ প্রদান করা হয়।

তারুণ্যর উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের উদ্যোগে  দেশের বিভিন্ন জেলায় চুকবল প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ফেনী জেলার কার্যক্রম সমাপ্ত হলো।

সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও ফেনী জেলার ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী  সদস্য সাইফুল্লাহ্ মুনীর ও বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সরোয়ার আলম মনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কপিল মাহমুদ রিয়াজ, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য গিয়াসউদ্দিন হেলাল, ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহমুদ, ক্রীড়া সংগঠক দীপক চন্দ্র নাথ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।

Exit mobile version