বসুন্ধরার পাঁচ ফুটবলার সাময়িক নিষিদ্ধ

জিকো, মোরসালিন, তপু

নিজেদের মাঠে নামার আগেই নিষিদ্ধ হলেন বসুন্ধরা কিংসের পাঁচজন ফুটবলার। শৃঙ্খলা বর্হিভূত কাজে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে গোলকিপার আনিসুর রহমান জিকো, স্ট্রাইকার শেখ মোরসালিন, ডিফেন্ডার তপু বর্মণ, তৌহিদুর আলম সবুজ ও রিমন হোসেনকে। সেই সাথে দুজন স্টাফকেও সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে বসুন্ধরা কিংস।

দলের একটা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, এফসি কাপের ম্যাচ খেলে ফেরার পথে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন এই পাঁচজন ফুটবলার। তবে ঠিক কোন অভিযোগে তাদেরকে দল থেকে নিষিদ্ধ করা হলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি ওই ঘটনার পর তাদেরকে কোন অনুশীলনে রাখা হয়নি।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানান, ‘দলীয় শৃঙ্খলার অবস্থান সবার ওপরে, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে শাস্তি পেতে হবে।’

সোমবারের ম্যাচে গোলকিপার জিকোর দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম, মোরসালিনের জায়গায় মিগেল ফিগেইরা, তপু বর্মণের জায়গায় তারেক কাজী। সন্ধ্যায় এফসি কাপের গ্রুপপর্বের ম্যাচে উড়িষ্যা ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

Exit mobile version