চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে ২৮ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। সেই আসরে খেলতে এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ভারতে অনুশীলন চালিয়ে যাচ্ছে। প্রস্তুতির ষোলোকলা পূর্ণ হয়েছে আজ চিলির বিপক্ষে ম্যাচ খেলে। গা-গরমের এই ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে, আজ বাংলাদেশ-চিলি প্রস্তুতি ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল দলটির।
এবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে সচেষ্ট ছিল বাংলাদেশ হকি ফেডারেশন। সেজন্য সুইজারল্যান্ডে দলকে পাঠানোর পরিকল্পনাও নেওয়া হয়। তবে ভিসা জটিলতায় সেটি সম্ভব হয়নি। তাই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে মাদুরাইতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ডাচ কোচ আইকম্যান অনূর্ধ্ব-২১ দলের অনুশীলনে থাকতে পারেননি। পারিবারিক কাজ শেষে গতকালই তিনি ভারতে পৌঁছেন। আর আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ছেলেরা চিলিকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়ে গেল। দলগতভাবে দারুণ খেলেছে বাংলাদেশ। এরই ফলশ্রুতিতে আমিরুল, রাকিবুল ও জয় একটি করে গোল করেছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেললে দলের প্রস্তুতি শতভাগ হবে বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ-চিলি প্রস্তুতি ম্যাচ এই জয়ে আরও এক ধাপ বেড়েছে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হয়েছেন। চিলির বিপক্ষে ম্যাচের পর তিনি ভারত থেকে বলেছেন, ‘আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি মূল ম্যাচের মতো চার কোয়ার্টারেই হয়েছে। আমিরুল, রাকিবুল ও জয় একটি করে গোল করেছে। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ঐ ম্যাচ কতক্ষণ কীভাবে হয় ঠিক হয়নি, কারণ বিশ্বকাপের আগে সব দলই অনুশীলন ম্যাচ খেলতে যায়। এজন্য ভেন্যু সংকট।’
এবারই প্রথম ২৪ টি দল অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণে ‘এফ’ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।
