বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এতদিন টিভি প্রোডাকশন প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল রিয়েল ইমপ্যাক্ট। তারাই বাংলাদেশের সব খেলা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সম্প্রচারের দায়িত্বে ছিল। কিন্তু আসন্ন ১২তম বিপিএল দিয়ে নতুন টিভি প্রোডাকশন প্রতিষ্ঠান ট্রান্স গ্রুপের সঙ্গে যাত্রা শুরু করবে বিসিবি। এখন তারাই বাংলাদেশের সকল ক্রিকেট সম্প্রচারের দায়িত্ব পালন করবে।
বিসিবির সঙ্গে বেশ দীর্ঘ সময়ের পথচলা রিয়েল ইমপ্যাক্টের। তারাই দেশের সব ধরনের ক্রিকেট সম্প্রচারের মূল প্রোডাকশনে ছিল। কিন্তু আসন্ন বিপিএল থেকে আর থাকবে না প্রতিষ্ঠানটি। এবার বিসিবির সঙ্গে টিভি প্রোডাকশনের চুক্তি করেছে পাকিস্তানের ট্রান্স গ্রুপ। এ চুক্তির ফলে প্রায় ৬ কোটি টাকা কম খরচ হবে বিসিবির।
ক্রীড়া বিষয়ক প্রোডাকশনে দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ট্রান্স গ্রুপের। বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রোডাকশন বাজারে সানসেট অ্যান্ড ভাইনের পরই আছে বৈশ্বিক জায়ান্ট ট্রান্স গ্রুপের নাম। তারা মূলত তাদের প্রোডাকশন শাখা ট্রান্স প্রোডাকশন টেকনোলজিসের (টিপিটি) মাধ্যমে বিশ্বব্যাপী খেলাগুলো সম্প্রচার করে থাকে।
ট্রান্স গ্রুপের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমিরেটস ক্রিকেট বোর্ডসহ (ইসিবি) বিভিন্ন সংস্থার ব্রডকাস্ট প্রোডাকশন পার্টনার হিসেবে রয়েছে।
ট্রান্স গ্রুপ নিয়মিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল), টি-টেন লিগ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টের খেলাগুলো প্রোডাকশন করছে। এবার আসন্ন আইএল টি-টোয়েন্টি লিগেও প্রোডাকশনের দায়িত্বে আছে ট্রান্স গ্রুপ।
