মাঝে আর মাত্র ১ দিন। এরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম। নিলামে নাম রাখা হয়েছে ২৫০ জন বিদেশি ও ১৬৬ জন দেশি ক্রিকেটারের। অবশ্য ১৯ জনই সরাসরি চুক্তির নিয়ম অনুসারে দল পেয়ে গেছেন। এর মধ্যে ১২ জন দেশি ও ৭ জন বিদেশি। বাকি ক্রিকেটারদের নিলাম থেকে ডেকে নিতে পারবে ৬ ফ্র্যাঞ্চাইজি।
এবার আসন্ন ১২তম বিপিএল আসরের জন্য আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করার নীতিমালা জানিয়ে রেখেছে। সেই অনুসারে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে ২ জন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে। সেই সুযোগটা নিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি।
এবার বিপিএলে অংশ নেবে ৬ ফ্র্যাঞ্চাইজি। নামও নির্ধারণ করে দিয়েছে বিসিবি। সেই অনুসারে এবারের আসরে অংশ নিচ্ছে- ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। এর মধ্যে শেষ মুহূর্তে দল হিসেবে যোগ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এরপরও সবগুলো দল ২ জন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স বাদে বাকি ৪ দল বিদেশিও নিয়েছে।
আগাম চুক্তিতে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান, ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসান, সিলেট টাইটান্স নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ, নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদ, রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম এবং চট্টগ্রাম রয়্যালস শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামকে দলে নিয়েছে।
বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে খুব বড় চমক এখন পর্যন্ত দেখাতে পারেনি কোনো দলই। ঢাকা অ্যালেক্স হেলস ও উসমান খান, সিলেট সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির, নোয়াখালী কুসল মেন্ডিস ও জনসন চার্লস এবং চট্টগ্রাম আবরার আহমেদকে দলে টেনেছে।
৬ দলের কোচিং প্যানেলে যারা
ইতোমধ্যে কোচিং স্টাফও গুছিয়েছে সিলেট ও রাজশাহী। বাকি দলগুলোতেও আংশিক কোচিং স্টাফের নাম শোনা গেছে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলাম, সিনিয়র সহকারী কোচ মাহবুব ইমন, ব্যাটিং কোচ ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, স্পিন বোলিং কোচ এনামুল হক জুনিয়র, টিম ম্যানেজার রুমি রেজওয়ান, ফিজিও বায়েজিদুল ইসলাম ও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
রাজশাহীর কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেজ, বোলিং কোচ তারেক আজিজ ও টিম ম্যানেজার হাসানুজ্জামান ঝরু। চট্টগ্রামের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, মেন্টর ও ম্যানেজার হাবিবুল বাশার সুমন, নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, সহকারী কোচ তালহা জুবায়ের।
রংপুর রাইডার্স প্রধান কোচ হিসেবে রাখছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে, ব্যাটিং কোচ হিসেবে থাকছেন শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।ঢাকার প্রধান কোচ টবি র্যাডফোর্ড ও মেন্টর শোয়েব আখতার।
