দেশের বিভিন্ন ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদের ১৬জন কর্মকর্তা বিভিন্ন পদে দায়ীত্ব পালন করে আসছিলেন। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৬ কর্মকর্তাকে অপসারণ করলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
দেশের ক্রীড়া ফেডারেশনগুলো দেখভালের জন্য যাদের দায়ীত্ব পালন করার কথা তাদের অনেকেই কিছু কিছু ফেডারেশনের কর্মকর্তা বনে গেছেন নানা সময়েই। বাগিয়ে নিয়েছেন নানা সুবিধা। কখনও তারা নির্বাচিত আবারও কখনও সরকার কর্তৃক মনোনীত। বিষয়টিতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত তৈরি হলেও সংশ্লিষ্টরা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন।
দেশের ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যাগ নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ২১ আগস্ট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভাঙা হয়েছে।
গত চার সেপ্টেম্বর কাবাডি, দাবা ও ব্রিজ ফেডারেশন থেকে তিন সভাপতি যথাক্রমে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বেনজীর আহমেদ ও সাবেক আমলা জাহাঙ্গীর আলমকে অপসারণ করা হয়।
১০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়। যারা সরাসরি নির্বাচন না করে সরকার কর্তৃক মনোনীত হয়ে ফেডারেশনের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে আসছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদের চাকুরীজীবীদের বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রীড়াঙ্গনে সমালোচনা হয়ে আসছিলো। অবশেষে এনএসসি নিজেদের কর্মকর্তাদের ফেডারেশন থেকে অপসারণ করলো। এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের ফেডারেশনের নির্বাচনে অংশ না করার বিষয়ে নীতিমালা করার দাবী জানিয়ে আসছেন দেশের ক্রীড়া সংগঠকরা।