ব্যক্তিগত ইভেন্টে খেলছেন না রোমান সানা

রোমান সানা

চলছে ১৯তম এশিয়ান গেমস। আজকে নবম দিনে র‌্যাংকিং রাউন্ডের মাধ্যমে শুরু হয়েছে আর্চারি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৯৬৩ স্কোর করে বাংলাদেশ সপ্তম হয়েছে। এরমধ্যে রোমান সানা ৬৪৮, সাগর ইসলাম ৬৬২ ও রামকৃষ্ণ সাহা ৬৫৩ করে সংগ্রহ করেছেন।

এদিকে দীর্ঘ এগার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলগত ইভেন্টে সুযোগ পেলেও ব্যক্তিগত ইভেন্ট থেকে বাদ পড়েছেন রোমান সানা। ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২ ও রামকৃষ্ণ সাহা ২৯তম হয়ে লড়বেন। এবারের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দু তারকা সুযোগ পাবেন ব্যক্তিগত ইভেন্টে।

অন্যদিকে নারীদের বিভাগে ১৮২৫ স্কোর করে বাংলাদেশ ১৪তম হয়েছে। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকি, ফামিদা সুলতানা নিশা ও সীমা আক্তার শিমু। সেই সাথে দিয়া ও নিশি খেলবেন ব্যক্তিগত ইভেন্টে।

পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারীদের বিভাগে চাইনিজ তাইপে (তাইওয়ান)। কম্পাউন্ডের দলগত ইভেন্টে পুরুষদের প্রতিপক্ষ মালয়েশিয়া, নারীদের হংকং।

Exit mobile version