মাঠের বাইরের বিষয় নিয়ে বিশ্ব ক্রিকেটে এখনও আলোচনা চলছে বাংলাদেশ নিয়ে। বিশ্বকাপ স্কোয়াড থেকে দেশসেরা ওপেনার তামিম ইকবালের বাদ পড়ার পরর্তী ঘটনাপ্রবাহে এবার যোগ দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলের প্রয়োজনে যে কোন জায়গায় ব্যাটিং করতে হয়, রোহিত শর্মার প্রসঙ্গ টেনে তামিমকে নিয়ে এমন কড়া মন্তব্যই করেছিলেন সাকিব। এবার সেই বিষয়ে ইঙ্গিত করে রোহিত বললেন, আমরা ব্যাটিং অর্ডার নিয়ে পাগলামি করি না
তামিমকে নিচে খেলানো প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন,” আমি যখন দলে এসেছি, আমারও ব্যাটিং পজিশন ওপর থেকে নিচে হয়েছে। আমরা সব তরুণই করেছি। তো আমি সেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি। তাই বলে এটা নয় যে, সে ওপেনার তাকে আট নম্বরে পাঠিয়ে দাও। আর আট নম্বর ব্যাটারকে উপরে পাঠিয়ে দাও। আমরা এমন পাগলামি করি না।’
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত ২৭ সেপ্টেম্বর বুধবার এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তামিম বলেছিলেন বিসিবির এক উর্ধস্তন কর্মকর্তা ফোন দিয়ে তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিলেন; আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তামিম বিশ্বকাপেই খেলতে চাননি।
এর কয়েকঘন্টা পর একটি বেরসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং অর্ডার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাকিব। যেখানে তামিমের মন্তব্যকে ছেলেমানুষি হিসেবে উল্লেখ করে সাকিব বলেন, রোহিত শর্মা সাত থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চামানুষি যে, আমার ব্যাট, আমিই খেলব। তাঁর এই বক্তব্যের পর তামিমের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে উত্তর দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছে তামিম-সাকিব ইস্যুতে রোহিত শর্মার এই বক্তব্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














