অষ্টম ভভিনাম বিশ্ব আসরে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের জাতীয় দল। ৪ সদস্যের বাংলাদেশ দল দেশের জন্য এই ভিয়েতনামী মার্শাল আর্টের বিশ্বকাপে ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। এবার ৮ম এই আসরটি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ভভিনাম ফেডারেশন (ভিয়েতনাম) এবং ইন্দোনেশিয়া ভভিনাম ফেডারেশনের যৌথ আয়োজনে ১ নভেম্বর শুরু হয় ভভিনাম বিশ্ব আসর। এবার অংশ নেয় ২৬টি দেশ। এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ থেকে ৪ সদস্যের দলে ছিলেন দুই খেলোয়াড় মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী ও মাহমুদুল আনাম তাসদীদ এবং কোচ হিসেবে বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমান ও টিম ম্যানেজার হিসেবে বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশন সহ-সভাপতি।
প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের দুই খেলোয়াড়। ৫৭ কেজি শ্রেণীর লড়াইয়ে মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী ৩য় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেন। দ্বৈত ফর্ম ইভেন্ট- সং লুয়েন কিয়েম (তলোয়াড় ফর্ম ইভেন্ট) প্রতিযোগিতায়ও দুর্দান্ত ছিলেন দুই বাংলাদেশী। সেখানেও আসে ব্রোঞ্জ। আর মাহমুদুল আনাম তাসদীদ ও জাবেদুল উভয়ে এখান থেকে একটি করে পদক পান। বাংলাদেশ দলটি ১০ নভেম্বর দেশে ফিরবে।
