ভারতের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সূচি

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ছেলেদের আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন এই যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ১৫ জানুয়ারি আসর শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে সমাপ্তি ঘটবে। ২০২০ সালের যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মিশন শুরু হবে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে। আর উদ্বোধনী ম্যাচে ১৫ জানুয়ারি একই মাঠে ভারত ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে সহ-আয়োজক জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে আছে আয়ারল্যান্ড, জাপান এবং শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সূচি

সবমিলিয়ে ২৩ দিন চলবে এই ছোটোদের বিশ্বকাপ। সর্বমোট হবে ৪১টি ম্যাচ। সবমিলিয়ে ১৬টি ম্যাচ আয়োজন করবে নামিবিয়া। দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ বাকি ২৫টি ম্যাচের আয়োজক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে ফাইনাল। একদিনে ৩টি করে ম্যাচও আছে। যেমন আসরের উদ্বোধনী দিনেই ভারত-যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ও তানজানিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে বুলাওয়েতে মিশন শুরু করা বাংলাদেশ যুবারা তিন দিন বিরতি দিয়ে নামবে পরের ম্যাচে। ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের। গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়েতে হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৩ জানুয়ারি।

প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে ১২ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ ১ ও গ্রুপ ২ এর শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনাল। তবে গ্রুপের সব দলের সঙ্গে সবার খেলা হবে না। প্রাথমিক রাউন্ড থেকে বাদ পড়া ৪টি দল স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।

Exit mobile version