ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা যেমন

বিশ্বকাপ খেলতে ভারতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক মাঠে হোক আর খেলার মাঠে হোক- চির শত্রু দেশটির খেলোয়াড়দের জন্য নিরাপত্তার কোনো কমতি রাখেনি আয়োজক ভারত। এটা পরিস্কার যে, বিশ্বকাপে খেলতে আসা অন্য যে কোনো দলের তুলনায় তাদের অনেক বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সাত বছর পর ভারতে খেলতে এসেছে পাকিস্তান। তাও শুধু বিশ্বকাপের সুবাদে। হোটেল থেকে মাঠ এবং মাঠ থেকে হোটেল- সর্বত্র পাকিস্তানের ক্রিকেটারদের জন্য রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

ভারতে এসে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে হায়দরাবাদে নেমেছে। সেখানেই তারা দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে। যদিও প্রস্তুতি ম্যাচের একটাতে তারা জয় দেখেনি। বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচও এই হায়দরাবাদে খেলবে। সেখানে কেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাদের জন্য তা একনজরে দেখে নেওয়া যাক।

পাকিস্তানের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে পাকিস্তানের ক্রিকেটারদের বহনকারী বাসের আগে ছয়টি গাড়ি থাকছে। প্রত্যেক গাড়িতেই সশস্ত্র পুলিশ। গাড়ির পর রয়েছে দুটো মটরসাইকেল। তারপর দলের একটি বাস। খেলোয়াড় বহনকারী বাসের পেছনে আরো পাঁচটি পুলিশের গাড়ি। তারপর ক্রিকেটারদের বহনকারী আরো একটি বাস। এ বাসে বেশির ভাগ সাপোর্ট স্টাফরা রয়েছে। তারপর রয়েছে আরো ছয়টি গাড়ির। প্রত্যেক গাড়িতে সশস্ত্র পুলিশ। এ ছয় গাড়ির একটি অ্যাম্বুলেন্স। খেলোয়াড়দের কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য এ ব্যবস্থা।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। ১৪ অক্টোবর সেই কাঙ্খিত ম্যাচ। যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

Exit mobile version