বুধবার বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসিক এক ঘটনার স্বাক্ষী হতে যাচ্ছে। প্রথম বাংলাদেশী হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য তিনি ৮৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন। মুশফিকের এই অর্জন নিয়ে সবার আগ্রহের ইয়ত্তা নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুধু টস হওয়া আর একাদশে মুশফিকের নাম ওঠার অপেক্ষায় আছেন সবাই। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই বিষয়টিকে বিশেষ আয়োজনে স্মরণীয় করে রাখতে চাইছে। বিসিবি কিছু পরিকল্পনাও নিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুশফিকুর রহিমের শততম টেস্টে বিসিবি যেসব পরিকল্পনা হাতে নিয়েছে সে বিষয়ে জানিয়েছে। ২০০৫ সালের মে মাসে ‘ক্রিকেট মক্কা’ খ্যাত লর্ডসে টেস্ট যাত্রা শুরু হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের হয়ে সবচেয়ে বেশি ৯৯ টেস্ট খেলে সর্বাধিক রানও করেছেন।
এখন মুশফিকের শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা। ১০০তম টেস্ট খেলতে নামবেন তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আয়ারল্যান্ডের বিপক্ষে অনেক আগে নিশ্চিত হওয়া এই হোমসিরিজে ১টি মাত্র টেস্ট ছিল। তবে মুশফিক যেন ঘরের মাটিতেই এবং বাংলাদেশর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরে শততম টেস্ট খেলতে পারেন, সেজন্য পরবর্তীতে আরেকটি টেস্ট বাড়ানো হয়েছে।

মুশফিকের ১০০তম টেস্ট নিয়ে বিসিবি বেশ কিছু পরিকল্পনা নিয়েছে।
বিসিবির কর্মপরিকল্পনা:
- ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে ঢুকবে।
- ৯টা ১৭ মিনিটে মুশফিককে বিশেষ টুপি দেবেন হাবিবুল বাশার সুমন।
- ৯টা ১৯ মিনিটে আকরাম খানের বিশেষ কারুকাজের এক টুপি মুশফিককে দেওয়া হবে।
- ৯টা ২০ মিনিটে মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
- ৯টা ২১ মিনিটে মুশফিককে দুইটা অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে। একটা পাবেন তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। আরেকটা মুশফিককে দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
- ৯টা ২২ মিনিটে অধিনায়ক শান্ত কথা বলবেন।
- ৯টা ২৩ মিনিটে মুশফিকুর রহিম কথা বলবেন।
- ৯টা ২৪ মিনিটে গ্রুপ ফটো।
- ৯টা ২৫ মিনিটে মূল মাঠে ঢুকবে দল টেস্ট খেলতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















