মেয়াদ বাড়ল বাংলাদেশ ফুটবল কোচ কাবরেরার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আগামী বছরের মার্চ পর্যন্ত স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সাথে চুক্তি নবায়ন হতে যাচ্ছে। ১৫ জানুয়ারী লন্ডনে বাফুফে  সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কমিটির অন্য সদস্যদের ভার্চুয়ালি একটি সভা হয়েছে। সভা শেষে জানা গেছে, এশিয়ান কাপ বাছাইয়ের সব কটি ম্যাচের জন্যই দলের দায়িত্ব দেওয়া হচ্ছে কাবরেরারকে।

বাংলাদেশ ফুটবল টিম | ছবি: ফেসবুক

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া এই বাছাই পর্ব শেষ হচ্ছে ২০২৬ এর ৩১ মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে। অর্থাৎ এক বছরের বেশি সময়ের জন্যই এবার তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ছে কাবরেরার। ২০২২-এ প্রথম দায়িত্ব নিয়েছিলেন তিনি।  

এ বছর দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ডাগআউটেও থাকছেন তিনি। গত সাফে তার অধীনে এক যুগ পর সেমিফাইনাল খেলে বাংলাদেশ।

Exit mobile version