রোনালদোর আরেক রেকর্ড ছুঁলেন এমবাপে
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের অনেক রেকর্ড গড়েছেন রিয়ালের হয়ে। এখন পর্তুগিজ তারকার সাবেক দলটিতেই আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। লা লিগায় জিরোনার বিপক্ষে গোল করে রোনালদোর আরেকটি রেকর্ড স্পর্শ করলেন এমবাপে । রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেই এই নতুন মাইলফলকে পৌঁছালেন ফরাসি তারকা।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। রবিবার রোতে লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন।
মাত্র গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। তারপর থেকে নিজের ফুটবল ক্যারিশমায় মুগ্ধ করছেন রিয়াল সমর্থকদের। দারুণ ফর্ম ধরে রেখে প্রতিনিয়তই কিছু রেকর্ড কিংবা আলোচনার জন্ম দিয়ে চলেছেন এই ফরাসি তারকা।
রোনালদোর ৫৯ গোলের রেকর্ড
স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে এমবাপে সবেমাত্র একবার পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। এখনও চলতি মৌসুমে রিয়ালের ম্যাচ বাকি ৬টি। তাই রোনালদোর আরেকটি রেকর্ড স্পর্শ করা কিংবা পেছনে ফেলার সুযোগ রয়েছে এমবাপের। ২০১৩ মৌসুমে রিয়ালের জার্সিতে ৫৯টি গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর। সুযোগটা এখন এমবাপের কাছেও ধরা দিতে পারে।
পর্তুগিজ সুপারস্টার সিআরসেভেন ৯ মৌসুম খেলেছেন রিয়ালে। এর মধ্যে ৫ ক্যালেন্ডার বছরে ৫৩টির বেশি গোল করেছেন। রিয়ালে ২০১১ সালে ৫৩, ২০১৫ সালে ৫৪, ২০১৪ সালে ৫৬, ২০১২ সালে ৫৮ ও ২০১৩ সালে ৫৯ গোল এসেছে রোনালদোর পা থেকে।
গত ১ বছরে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৮ ম্যাচে ৬৭ গোল করেছেন এমবাপে। একবিংশ শতাব্দীতে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে ১ বছরে ৬০টির বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও রবার্ট লেভানডস্কি আগেই কীর্তিটা দেখিয়েছেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে এমবাপে একাই ৪ গোল করেন। ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙে দেন এমবাপে। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেন। তিনি ১১ মিনিটেই হ্যাটট্রিক করেন এবং রিয়াল জেতে ৮-০ গোলে।
