এশিয়া কাপে এবার ভালো করতে পারেনি বাংলাদেশ। যার প্রভাব পড়েছিল র্যাংকিংয়ে। এক ধাপে নিচে নেমে আটে পৌঁছে গিয়েছিল সাকিব আল হাসানরা। এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশকে টপকে শ্রীলঙ্কা এসেছিল সাতে। বিশ্বকাপে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, আর শ্রীলঙ্কা হেরেছে। এতে করে র্যাংকিংয়ের অবস্থান আবার উলোট পালোট হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সাতে এসেছে আর শ্রীলঙ্কা নেমেছে আটে।
আজ রোববার আইসিসি সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। আর দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়া শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯১।
গতকাল শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়েছিল। জবাবে বাংলাদেশ ৩৪.৪ বলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এ জয়ের প্রভাবে বাংলাদেশ র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে।
এদিকে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দুইয়ে রয়েছে। তাদের রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে পাকিস্তান শীর্ষে ছিল। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে, চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৮। আর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৪। তারা রয়েছে পাঁচে।