শাদাবদের দৌড়াতে না পারার কারণ হায়দরাবাদি বিরিয়ানি!

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। এশিয়া কাপে ব্যর্থ। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে হার। সব মিলে একটা নাজুক অবস্থা। তবে এ নিয়ে তেমন চিন্তা নেই দলের সহ-অধিনায়ক শাদাব খানের। আবার তিনি একেবারে যে দুঃশ্চিন্তামুক্ত তা নয়। বরং একটা সমস্যা তাকে কঠিন চিন্তার দিকে ঠেলে দিয়েছে। ভারতে আসার পর নাকি ক্রিকেটারদের ভুড়ি বেড়ে গেছে। আর তাতে মাঠে ক্রিকেটারদের দৌড়াতে সমস্যা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলের নেতৃত্বে ছিলেন শাদাব খান। ম্যাচে তারা জিততে পারেনি। তাছাড়া তাদের ফিল্ডিং নিয়ে বেশ হাসাহাসিও হয়েছে। ম্যাচ শেষে শাদাব বলেন, ‘আমরা রোজ হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। ভুঁড়ি হয়ে গিয়েছে সবার। দৌড়ানোর গতি কমে গিয়েছে। সেই কারণেই হয়তো হারছি।’

তবে শাদাব অবশ্য সিরিয়াস মুডে এসব বলেননি, বলেছেন হাসির ছলে।

হায়দরাবাদের খাবার, স্থানীয়দের আতিথেয়তা, সব কিছুতেই মুগ্ধ পাকিস্তান। বাবর, শাহীনেরা বার বার প্রশংসা করেছেন। প্রথম দিন নেমেই বিরিয়ানি খেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। সেই খাবার যে তাঁদের খুব ভাল লেগেছে তা বার বার তারা বুঝিয়ে দিয়েছেন।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩০০-র উপর রান করেও হারতে হয়েছে পাকিস্তানকে। তাতে অবশ্য খুব একটা চিন্তা করছেন না শাদাব। তাঁর মতে, দল বিশ্বকাপে ভাল খেলতে তৈরি। শাদাব বলেন, ‘খেলার ফল গুরুত্বপূর্ণ নয়। আমরা ভাল খেলেছি। ফল আমাদের হাতে থাকে না। আমাদের কাজ ভাল খেলার চেষ্টা করা। দুটো প্রস্তুতি ম্যাচে অনেক ইতিবাচক দিক উঠে এসেছে। সেটা আমাদের পক্ষে ভাল।’

শাদাবের মতে, প্রথম একাদশ তৈরি হয়ে গিয়েছে তাঁদের। সেটা হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। বাবরের ডেপুটি বলেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে খেলার একটা সুবিধা আছে। দলের সেরা খেলোয়াড়দের বুঝে নেওয়া যায়। আমাদের প্রথম একাদশ তৈরি আছে।’

৫ অক্টোবর থেকে ভারতে শুরু এক দিনের বিশ্বকাপ। ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

Exit mobile version