আরচ্যারী এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে আজ। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ আরচ্যারী দল। আজ কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের আরচ্যাররা।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ৭২০ স্কোরের মধ্যে ৬৬৭স্কোর করে ৭৩ জনের মধ্যে দশম হয়েছে। এছাড়া মোঃ মিশাদ প্রধান ৬৬৫ স্কোর করে ১৭তম, মোঃ সাগর ইসলাম ৬৬০ স্কোর করে ২৪তম এবং মোঃ রাকিব মিয়া ৬৫৪ স্কোর করে ৩৩তম হয়েছেন।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বাংলাদেশের মোসাম্মৎ ইতি খাতুন ৬৩৭ স্কোর ৬১ জনের মধ্যে ১৯তম, সীমা আক্তার শিমু ৬২৫ স্কোর করে ২৭তম ও সোনালী রায় ৫৯০ স্কোর করে ৫১তম হয়েছেন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা, মোঃ মিশাদ প্রধান ও মোঃ সাগর ইসলাম) ১৯৯২ স্কোর করে ১৭টি দলের মধ্যে ৪র্থ হয়েছেন। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে (মোসাম্মৎ ইতি খাতুন, সীমা আক্তার শিমু ও সোনালী রায়) ১৮৫২ স্কোর করে ১৩টি দলের মধ্যে ৯ম হয়েছেন।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা ও মোসাম্মৎ ইতি খাতুন) ১৩০৪ স্কোর করে ১৮টি দলের মধ্যে ৮ম হয়েছেন।
কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বাংলাদেশের হিমু বাছাড় ৭২০ স্কোরের মধ্যে ৬৯৬ স্কোর করে ৫৪ জনের মধ্যে ১৯তম, মোঃ সোহেল রানা ৬৯৩ স্কোর করে ২৬তম ও নেওয়াজ আহমেদ রাকিব ৬৯২ স্কোর করে ২৮তম হন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বাংলাদেশের বন্যা আক্তার ৭২০ স্কোরের মধ্যে ৬৭৮ স্কোর করে ৫৪ জনের মধ্যে ২৯তম, পুষ্পিতা জামান ৬৫৭ স্কোর করে ৪০তম ও খুরশিদ জাহান ৬৫০ স্কোর করে ৪১তম হন।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (হিমু বাছাড়, মোঃ সোহেল রানা ও নেওয়াজ আহমেদ রাকিব) ২০৮১ স্কোর করে ১২টি দলের মধ্যে ৭ম হয়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও খুরশিদ জাহান) ১০টি দলের মধ্যে ১০ম হয়।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (হিমু বাছাড় ও বন্যা আক্তার) ১৩৭৪ স্কোর করে ১৫টি দলের মধ্যে ১১তম হয়েছে। আগামীকাল থাইল্যান্ডের সময়ে সকাল ৯:১৫ মি: হতে রিকার্ড ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে একক ও দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।