ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ২৯-৩১ জানুয়ারি অর্থাৎ তিন দিন ব্যাপী চলা ‘১৫তম মবিল কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্স সমাপ্ত হয়েছে।
জানা গেছে, এই টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী-বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের ৬৮৪ জন গলফার অংশ গ্রহণ করছেন। প্রতিযোগিদের মধ্যে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিরুল ইসলাম সিকদার, রানার আপ হয়েছেন এয়ার কমোডর মুনিম খান মজলিশ ও লেডিস উইনার মিসেস জিন সুক ইউন ।

গত ১ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকায় কুর্মিটোলা গলফ ক্লাবের পুলসাইডে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, মবিল যমুনা লুব্রিক্যান্টস (এমজেএল) বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী ও উক্ত সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি।
টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগন ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।