শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল পাকিস্তান
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও পারল না শ্রীলঙ্কা। রাওয়ালিপিন্ডিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান । ফলে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল শাহীন শাহ আফ্রিদির দল। প্রথম ওয়ানডেতে ৬ রানে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে জয় পায় পাকিস্তান।
আগেই সিরিজ হেরে যাওয়া শ্রীলঙ্কার জন্য আজ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই ম্যাচে তারা নামে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই। অভিষেক ক্যাপ পান ডানহাতি মিডলঅর্ডার পবন রত্নায়েকে। পাথুম নিশঙ্কা ও কামিল মিশারা ৫৫ রানের ওপেনিং জুটি গড়লেও পরের দিকে বড় জুটি হয়নি। নিশঙ্কা ২৭ বলে ৪ চারে ২৪, মিশারা ৩০ বলে ৫ চারে ২৯ রানে বিদায় নেন।
শ্রীলঙ্কার হয়ে উল্লেখযোগ্য রান করেছেন মূলত সাদিরা সামারাবিক্রমা ও কুসল মেন্ডিস। সাদিরা ৬৫ বলে ২ চারে ৪৮ ও কুসল মেন্ডিস ৫৪ বলে ৩ চারে ৩৪ রান করেন। আর শেষদিকে পবন রত্নায়েকে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩৭ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রান করতে পেরেছেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ ৫টি উইকেট লঙ্কানরা ৪৫ রানে হারিয়ে ফেলে। ফলে ৪৫.২ ওভারে মাত্র ২১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩টি, হারিস রউফ ৯ ওভারে ১ মেডেনে ৩৮ রানে ২টি ও ফয়সাল আকরাম ১০ ওভারে ৪২ রানে ২টি উইকেট নেন। এই সিরিজের সব ম্যাচেই দুর্দান্ত হারিস রউফ ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
ওপেনারের ব্যর্থতার পর ফখর – বাবরের ৭৪ রানের জুটি
২১২ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুতে রান করতে গিয়ে ঘাম ঝরেছে পাকিস্তানের ওপেনারদের। শেষ পর্যন্ত ৪র্থ ওভারের শেষ বলে হাসিবুল্লাহ খান ০ রানেই সাজঘরে ফেরেন। তিনি ১২ বল মোকাবেলা করেছেন। তবে এরপর দ্বিতীয় উইকেটে মাত্র ৬৮ বল থেকে ৭৪ রানের দুর্দান্ত এক জুটিতে পাকিস্তানকে সঠিক পথে নিয়ে যান আরেক ওপেনার ফখর জামান ও বাবর আজম।
দীর্ঘ ৮৩ ইনিংস পর গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বাবর এদিন অবশ্য বেশিদূর যেতে পারেননি। ৫২ বলে ৪টি চারে ৩৪ রানেই আউট হয়েছেন। আর ফখর সাজঘরে ফেরেন তার আগেই। তিনি মাত্র ৪৫ বলে ৮ চারে ৫৫ রান করেন। দ্রুত সময়ের মধ্যে সালমান আলী আগাও (৬) জেফ্রি ভ্যান্ডারসের স্পিনে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। তখন কিছুটা সমস্যায় পড়ে পাকিস্তান।

কিন্তু মোহাম্মদ রিজওয়ান ও হুসেন তালাত আর কোনো বিপদ ঘটতে দেননি। তারা অবিচ্ছিন্ন থেকে ১০০ রানের জুটি গড়েন। আর এতেই ৩২ বল বাকি থাকতেই টানা তৃতীয় জয় তুলে নেয় পাকিস্তান। রিজওয়ান ৯২ বলে ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৬১ ও তালাত ৫৭ বলে মাত্র ১ চারে ৪২ রানে অপরাজিত থাকেন। ৪৪.৪ ওভারে ৪ উইকেটে ২১৫ রান তোলে পাকরা। লেগস্পিনার ভ্যান্ডারসে ১০ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ইনিংস- ২১১/১০; ৪৫.২ ওভার (সামারাবিক্রমা ৪৮, কুসল ৩৪, পবন ৩২; ওয়াসিম ৩/৪৭, হারিস ২/৩৮, ফয়সাল ২/৪২)।
পাকিস্তান ইনিংস- ২১৫/৪; ৪৪.৪ ওভার (রিজওয়ান ৬১*, তালাত ৪২*, ফখর ৫৫, বাবর ৩৪; ভ্যান্ডারসে ৩/৪২) ।
ফলঃ পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)।
সিরিজঃ ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয়ী।
প্লেয়ার অব দ্য সিরিজঃ হারিস রউফ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















