শচীনকে পেছনে ফেলে কোহলির আরও রেকর্ড

৫২তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির

শচীনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন কোহলি

এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার বলেছিলেন,‘আমার রেকর্ড ভাঙতে পারে শুধু কোহলি!’ তা বাস্তব করে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড শচীনের কাছ থেকে আগেই ছিনিয়ে নিয়েছেন কোহলি। এবার যে-কোনো এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও দখলে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি করেছেন ক্যারিয়ারের ৫২তম শতক। শচীনের টেস্টে আছে ৫১টি সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ বছর বয়সি বিরাট কোহলি আজ সিরিজের প্রথম ওয়ানডেতে করেছেন ১২০ বলে ১৩৫ রান। তার ইনিংসে ছিল ১১ চার ও ৭ ছক্কা। একেবারে তরুণ, তেজোদীপ্ত একজন ব্যাটারের মতোই খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ২৫ রানে উদ্বোধনী উইকেট ভেঙে যাওয়ার পর কোহলি ক্রিজে এসে ৪৮ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন। ১০২ বলে ক্যারিয়ারের ৫২তম শতক পেয়ে যান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন কোহলি হয়ে গেছেন সেঞ্চুরির রাজা। শচীন ৪৬৩ ওয়ানডে খেলেছিলেন। তার সেঞ্চুরি এই ফরম্যাটে ৪৯টি।

৩৭ বছর পেরিয়ে গেলেও ব্যাট হাতে উড়ছেন কোহলি

ওয়ানেডেতে সেঞ্চুরির বিশ্বরেকর্ডে ২০২৩ সালেই শচীনকে পেছনে ফেলেন কোহলি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের এক ফরম্যাটে একমাত্র ব্যাটার হিসেবে শচীন ৫০-এর বেশি সেঞ্চুরি করেন। টেস্টে তার শতক ৫১টি। এবার কোহলি ওয়ানডেতে ৫২ সেঞ্চুরি করে এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন।

অনেক পিছিয়ে কোহলি

টেস্টে অবশ্য সেঞ্চুরি সংখ্যায় শচীনের চেয়ে অনেক পিছিয়ে কোহলি। ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলির সেই ফরম্যাটে আছে ৩০ সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একমাত্র শচীন টেন্ডুলকারই আন্তর্জাতিক পর্যায়ে ১০০ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এরপরই কোহলির অবস্থান। কোহলির এখন ৩ ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ৮৩টি।

আজ শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেছেন তিনি। বিরাট কোহলি পেছনে ফেলেছেন শচীন ও ডেভিড ওয়ার্নারকে।

এক সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ড কোহলির

এছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯তম পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শচীনকে (৫৮) টপকে গেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ৭ হাজারতম সেঞ্চুরি। মাঝে কিছুটা বাজে সময় না গেলে হয়ত শচীনের অনেক রেকর্ড ভেঙে ফেলতেন বিরাট কোহলি। ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোর কারণে শচীনের সেঞ্চুরির শতক ছোঁয়া কোহলির জন্য অসম্ভবই বলা যেতে পারে।

Exit mobile version