সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে চিটাগং কিংস সংগ্রহ করেছে ২০৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম ক্লার্ক। ৩ চার ও ৫ ছক্কায় ১৮১.৮২ স্ট্রাইক রেটে এই ইনিংস খেলেন তিনি।
এছাড়া ৮ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৫৩ রানের অর্ধশতকের ইনিংস খেলেন ওপেনার ওসমান খান। ১৮ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন ব্যাটার হাইদার আলি।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও ক্যাপ্টেন আরিফুল হক।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাঠে নেমেছে সিলেট। তাদের দরকার ২০৪ রান।