গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হৈচৈ ফেলে দেন ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এতো কম বয়সে আইপিএলের মতো উচ্চমর্গীয় আসরে দল পাওয়াটাই একটা আশ্চর্যের ব্যাপার ছিল। এরপর তিনি আবার রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বব্যাপি আলোচনায় আসেন। সেই সূর্যবংশী এবার মাত্র ৩২ বলে স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১১ চার, ১৫ ছক্কায় ১৪৪ রান করার পথে এই রেকর্ড গড়েন বর্তমানে ১৪ বছরের বিস্ময় বালক সূর্যবংশী।
কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস আসরটি। সেখানে আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দল করে ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান। বৈভব সূর্যবংশী নিজের মোকাবেলা করা প্রথম বলেই শুন্য রানে ক্যাচ দিয়ে বেঁচে যান। এরপর সুযোগটার সদ্ব্যবহার করেছেন। মাত্র ১৭ বলে অর্ধশতক হাঁকিয়ে পরবর্তী ১৫ বলে করেন আরও ৫০! এতেই মাত্র ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ হয় সূর্যবংশীর।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে ৩২ বলে ভারতের হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন রোহিত শার্মা ও ঋষভ পান্ত। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড উর্ভিল প্যাটেল ও অভিষেক শর্মার। দুইজনই ২৮ বলে শতরান করেছেন।
আজ সবমিলিয়ে ৪২ বলে ১৫ ছক্কা ও ১১ চারে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। এছাড়া জিতেশ শর্মা ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেন ৮ চার, ৬ ছক্কায়। পরে আরব আমিরাত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান করতে পেরেছে। গুরজাপনিত সিং ৩টি ও হর্ষ দুবে ২টি উইকেট নেন। ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত ‘এ’ দল।
