হার্টে রিং পড়ানোর পর শঙ্কামুক্ত ফারুক

হঠাৎ অসুস্থ ফারুক

হার্টে রিং পড়ানোর পর শঙ্কামুক্ত ফারুক আহমেদ

দেশব্যাপি ছড়িয়ে থাকা কোচ, ক্রীড়া সংগঠকদের নিয়ে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে ‘ক্রিকেট কনফারেন্স’। সেই আয়োজনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। এরপর রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর বোঝা গেছে অবস্থা বেশ গুরুতর। তার হার্টে রিং পড়াতে হয়েছে। যদিও এরপর তার অবস্থা কিছুটা ভালো হয়েছে বলেই জানা গেছে।

প্রথমবারের মতো বিসিবি দেশের সকল স্তরের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভা এবং আলোচনার আয়োজন করেছে। দু’দিন ব্যাপি এই মহাযজ্ঞতে বিসিবির সব পরিচালকই থাকছেন। ফারুকও গিয়েছিলেন আজ প্রথম দিন। তবে বিকেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

দ্রুত ফারুককে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়। সন্ধ্যায় সফলভাবে ফারুকের হার্টে রিং পড়ানো হয়েছে। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন ফারুক এখন বেশ ভালোই আছেন। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে একদিন পরেই তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে।

৫৯ বছর বয়সী ফারুক গত বছর ২১ আগস্ট বিসিবির প্রেসিডেন্ট হন। তবে বেশিদিন সেই পদে থাকতে পারেননি তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক এবার বিসিবি নির্বাচনে পরিচালক হয়েছেন এবং এরপর তাকে সহ-সভাপতি মনোনিত করা হয়।

Exit mobile version