ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ১০ লাখ টাকা করে পাচ্ছেন এশিয়ান আর্চারিতে পদক জয়ীরা

মিশ্র কম্পাউন্ড ইভেন্টে রৌপ্য জয় করে বাংলাদেশ

এশিয়ান আরচ্যারী

ঢাকায় আজ (শুক্রবার) শেষ হয়েছে ২৪তম তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়শিপ। এতে ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দু’টি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বিকেলে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন তিনি।

কম্পাউন্ড মিশ্র বিভাগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার মাধ্যমে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করে। তবে ফাইনালে ভারতের কাছে মাত্র ১৫৩-১৫১ পয়েন্টে হেরে স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশ। এরপর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি।  ভারতের প্রদীপ পৃথিকার কাছে মাত্র ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে ফাইনালে উঠতে পারেননি কুলসুম। ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে একই ব্যবধানে তার কাছে হেরেছেন চাইনিজ তাইপের চেন সি।

কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয় করেন কুলসুম আক্তার মনি

শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠান শেষ করে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘অলিম্পিকে স্বর্ণ পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মত ফ্যাসালিটিজ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা স্বর্ণ পদক পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

উপদেষ্টার এই ঘোষণা অবশ্য সামনাসামনি শুনতে পাননি আর্চাররা। টিম হোটেলে ততোক্ষণে পৌঁছে গেছেন। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আর্চারদের পক্ষ থেকে তিনি বলেন,‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারব এই খেলায়। শুধু তাই নয় অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সবমিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কার ঘোষণার কথা শুনে।’

Exit mobile version