১১৬ রানে গুটিয়ে গেল সিলেটের ইনিংস

বিপিএল ২০২৫

নির্ধারিত ২০ ওভার শেষ করার আগেই গুটিয়ে গেলো সিলেটের ইনিংস। ১৮.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে গেলো সিলেট। সিলেটের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করেন আহসান ভাট্টি। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩.১ বলে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।

শুরুতেই টস জিতে ব্যাটিং করতে নামে সিলেট। শুরুটা ভালো করতে পারেনি তারা। খেলার দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে জর্জ মানসের উইকেট হারায় সিলেট। এরপর তৃতীয় ওভারে দলীয় ১৪ রানে ঘরে ফেরেন জাকির হাসান। এরপর দলীয় ৩৪ রানে, মাত্র ৯ বলে ৯ রান করে আউট হন উইকেটকিপার ব্যাটার রনি তালুকদার। ঠিক আবার দলীয় ৩৪ রানেই সিলেট হারায় কাদেমকে। সিলেট এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেনী।

ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে রীতিমত ধরাশায়ী করেছে বরিশাল। মাত্র ৩.১ ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই বোলার। সিলেটের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাট্টি। জাকের আলি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। পুরো ২০ ওভার খেলার আগেই ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় সিলেট।

Exit mobile version