খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ১৮২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৭৫ রান করেন জাকির হাসান। তিনি ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় এই ইনিংস সাজান। এছাড়া, দলের হয়ে আরেকটি অর্ধশতক উপহার দেন ওপেনার রনি তালুকদার। ৫ চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন।
এর আগে টস জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। বিপরীতে ব্যাটিং করতে নেমে শুরুতেই রহিম কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। পরে ৭ বলে ২ রান করে জর্জ মানসেও বিদায় নেয়। তারপরই ম্যাচের হাল ধরেন জাকির হাসান ও রনি তালুকদার। ১০৬ রানের জুটি গড়েন তারা।
খুলনার হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আবু হায়দার। এছাড়া জিয়াউর রহমানও ৩ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ১৮৩ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে খুলনা।