আগামী বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি খেলা ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উভয় বিশ্বকাপে এবার ইতিহাসের সবচেয়ে বেশি দেশ অংশ নেবে। চমকপ্রদ বিষয় হচ্ছে, এ দুটি বিশ্বকাপেই অংশ নেবে ৭ দেশ। ফুটবল বিশ্বকাপের প্লে-অফ হয়ে গেলে সংখ্যাটা আরও বাড়তে পারে।
উভয় বিশ্বকাপে এবার নতুন মাত্রা যোগ হবে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসের সর্বাধিক ২০ দল অংশ নেবে। জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ খেলবে ইতিহাসের সর্বাধিক ৪৮ দল।
আগামী বছর ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপেই খেলবে ৭ দেশ। দেশগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। একই বছরে দুটি ভিন্ন বিশ্বকাপে জায়গা পাওয়াতে দেশগুলো বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

ফুটবল বিশ্বকাপে এই ৭ দেশের অবস্থানও নির্ধারণ হয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ গ্রুপে, কানাডা ও যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে, অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপে, নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘জি’ গ্রুপে এবং ইংল্যান্ড ‘এল’ গ্রুপে খেলবে।
এছাড়াও প্লে-অফ থেকে যদি ইতালি ও আয়ারল্যান্ড ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেয়, তাহলে উভয় বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা দাঁড়াবে ৯! কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম জায়গা করে নিয়েছে ইতালি। আর আয়ারল্যান্ড তো নিয়মিতই!
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কানাডা রয়েছে ‘ডি’ গ্রুপে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া আছে ‘বি’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপে এবং ইংল্যান্ড ‘সি’ গ্রুপে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















