২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে শ্রীলংকা

হ্যামিল্টনের সেডন পার্কে চলছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারণে খেলা নির্ধারিত হয় ৩৭ ওভারে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লংকানরা। ১ম ইনিংসে নিউজিল্যান্ড পুরো ৩৭ ওভার খেলে ৯ উইকেটে হারিয়ে সংগ্রহ করে ২৫৫ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৩ বলে ৭৯ রান করেন ওপেনার রাচীন রবিন্দ্রা। ৯ চার ও ১ ছয়ে এই ইনিংস সাজান তিনি। এছাড়া ৫ চার ও ২ ছয় মিলিয়ে ৫২ বলে ৬২ রানের ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান।

অন্যদিকে, লংকানদের হয়ে সর্বোচ্চ উইকেট নেন মাহেশ থিকশানা। ৮ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এই অফ স্পিনার।

দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে শ্রীলংকা। দরকার ২৫৬ রান। কিন্তু শুরুটা বেশ খারাপভাবেই শুরু করেছে লংকানরা।

Exit mobile version