৩৭ ওভারে ইংলিশদের টার্গেট ১৯৭ রান

জস বাটলার ও নাজমুল হোসেন শান্ত

বৃষ্টির আগে-পরে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডকে ১৯৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ।

আগের ম্যাচের মতো এদিনও দলকে নির্ভরতা দেয়া ইনিংস খেলেছেন ওপেনার তানজিম তামিম। তার ৪৫ রানের সাথে আগের ম্যাচে অধিনায়কত্ব করা মেহেদি মিরাজের ৭৪ রানে ৯ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের তৃতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে মাহমুদুল্লার ব্যাটে। এর বাইরে আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নি।

ইংল্যান্ডের পক্ষে ৯ জন বোলার এদিন হাত ঘুরিয়েছেন। রিস টপলে পাঁচ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট পেয়েছেন ডেভিল উইলি ও আদিল রশিদ।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচের মতো টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় ২৭ রানে ওপেনার লিটন ব্যক্তিগত ৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ রানে আউট হলে হাল ধরেন আগের ম্যাচে অধিনায়কত্ব করা মেহেদি মিরাজ। তৃতীয় উইকেটে তাদের ৬২ বলের পার্টনারশিপে এসেছে ৫২ রান।

৩০ ওভার শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ১৫৩। বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকাল চারটা ২৩ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খেলা বন্ধ ছিলো। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য ৪০ ওভারে কমিয়ে আনলেও পরে তা ৩৭ ওভার করা হয়। কিন্তু বৃষ্টির পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। অল-আউটের শংকা তৈরি হলেও ১৭ বলের পার্টানারশিপে ৯ রান তুলে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৮ রানে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। আর বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৯৭ রান।

Exit mobile version