আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপকে সামনে রেখে মোট ১০ টি স্টেডিয়াম প্রস্তুত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম এর মধ্যে অন্যতম। কিন্তু প্রস্তুতি ম্যাচে নোংড়া চেয়ারে বসে খেলা দেখতে হয়েছে দর্শকদের। তার ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে এই মাঠে ঘাম ঝড়িয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এছাড়াও মূল পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। ৬ অক্টোবর এই মাঠেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। এছাড়াও আগামী ৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস এবং ১০ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারের আসর নিয়ে মোট চারবার বিশ্বকাপ আয়োজন করছে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারত। তবে এবারের বিশ্বকাপের অব্যবস্থাপনাগুলো চোখে পড়ার মতো। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠের খেলার চেয়ে বেশি আলোচনা ছড়িয়েছে রাজীব গান্ধী স্টেডিয়ামের দৈন্যদশার চিত্র। এক হাজার রুপি খরচ করে খেলা দেখতে যাওয়া এক ক্রিকেট ভক্তের ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারির চেয়ারগুলো পাখির বিষ্ঠায় পরিপূর্ণ হয়ে আছে।
অপরিষ্কার চেয়ারগুলোর আশেপাশের অবস্থাও যাচ্ছেতাই। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’- এ প্রকাশিত হওয়ার পর থেকেই বিসিসিআই এবং হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। অপরিচ্ছন্ন সেই চেয়ারগুলো দেখেই বোঝা যায় যে দীর্ঘদিন সেখানে কোনো পরিষ্কার অভিযান চালানো হয়নি। প্রশ্ন উঠেছে, প্রাথমিক বিষয়গুলোতে নজর না দিয়েও রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কি কারণে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে সাথে এটাও বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যে কেনো এই মাঠে ভারতের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না।