বিসিবির গেম ডেভেলপমেন্ট উদ্যোগ
তৃণমূল পর্যায় থেকে দেশের ক্রিকেট উন্নয়নে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে বিসিবির জাতীয় কোচ শিক্ষা প্রোগ্রাম শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে। গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে তিনদিনের এই ধাপে ৩২ জন কোচ অংশ নিচ্ছেন। আজ (শনিবার) চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে জাতীয় কোচ শিক্ষা প্রোগ্রাম শুরু করেছে বিসিবি। এটি এই প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপ।
সিলেট বিভাগে প্রথমে জাতীয় কোচ শিক্ষা কার্যক্রমের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এবার সেটি চট্টগ্রাম বিভাগে শুরু হলো। এটি একটি ‘লেভেল এ’ কোচিং কোর্স। একাডেমী কোচদের জন্য এই প্রোগ্রাম শুরু করেছে বিসিবি। আজ সকালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী ও বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন।
চট্টগ্রামের এ ৩ দিনব্যাপি প্রোগ্রামে মোট ৩২ জন একাডেমী কোচ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু, কোচ এমদাদ এমডু ও নাসিরউদ্দিন ফারুক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার।
বিসিবির এই তৃণমূল পর্যায়ের কোচ প্রশিক্ষণ নিয়ে হাবিবুল বাশার বলেছেন,
শুধু ক্রিকেট খেলা যথেষ্ট নয়। খেলাটির কৌশল, ইতিহাস এবং পরিবর্তনশীল চাহিদা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কোচদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করছি।
এমন প্রোগ্রাম আয়োজনে কতটা লাভবান হবে দেশের ক্রিকেট? এ বিষয়ে হাবিবুল বাশার আরও বলেন,
এই প্রোগ্রাম দেশের সব অঞ্চলে আরও টেকসই এবং জ্ঞানসমৃদ্ধ কোচিং স্ট্রাকচার গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, প্রতিটি যুব খেলোয়াড় যেন পেশাদার এবং মানসম্মত দিক নির্দেশনা পায়।
