ফ্রান্সের প্যারিসে বিশ্ব ক্রীড়াঙ্গণের সবচেয়ে বড় আসর অলিম্পিকের পর্দা উঠবে আগামী ২৬ জুলাই। যেখানে এখন পর্যন্ত তিন বাংলাদেশি ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আরচ্যার সাগর ইসলাম। আর শুটার রবিউল ইসলামের পর ওয়াইল্ড কার্ড পেয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
এই বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।’