তারুণ্যের উৎসব আন্তঃ বিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। এছাড়া ১০০মিটার স্প্রিন্টে চট্টগ্রাম বিভাগের মারুফ হাসান দ্রুততম মানব এবং রাজশাহী বিভাগের ওজাইফা খাতুন দ্রুততম মানবী হয়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আট বিভাগের সমন্বয়ে আজ (৭ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব আন্তঃ বিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার (চুড়ান্ত পর্ব)ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বালাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী প্রধান অতিধি হিসেবে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম।
দিনব্যাপি প্রতিযোগিতায় পুরুষ মহিলা বিভাগে মোট ১৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের বিভাগে ১০ ও মহিলাদের বিভাগে আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
আন্তঃবিভাগ প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ হতে ২৮জন অ্যাথলেট, ০১জন কোচ, ০১ জন ম্যানেজার মোট ৩০জন বিশিষ্ঠ বিভাগীয় দল অংশগ্রহণ করেছে। ০৮ বিভাগের মোট ২৪০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তাদের মিরপুর ক্রীড়াপল্লীতে আবাসন ব্যবস্থা করা হয়েছিল এবং প্রতিযোগিতা শেষে সকলের টি.এ, এবং ডি.এ প্রদান করা হয়েছে।

১০০মিঃ পুরুষ ইভেন্টে স্বর্ণ জয় করতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার মোঃ মারুফ হাসান সময় নিয়েছেন ১১.৪৭ সেকেন্ড।

১০০মিঃ মহিলা ইভেন্টে স্বর্ণ জয় করতে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ওজাইফা খাতুন সময় নিয়েছেন ১৩.৪৯ সেকেন্ড।
০৫টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৭ টি ব্রোঞ্জ মোট ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ০৫ টি স্বর্ণ, ০৩ টি রৌপ্য এবং ০৪টি ব্রোঞ্জ সহ মোট ১২টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
এই প্রতিযোগিতার বাছাইকৃত অ্যাথলেট নিয়ে দেশীয় ও বিদেশী প্রশিক্ষকের আওতায় দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প করানো হবে এবং পরবর্তীতে বিদেশেও পাঠানোর ব্যবস্থা করা হবে।