সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আরচ্যারী স্টেজ-২ টুর্নামেন্টে মিশ্র বিভাগে আর এগোতে পারল না বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই শেষ আটের বাঁধা টপকাতে পারেনি দেশের প্রতিনিধিরা।
কম্পাউন্ড মিশ্র দলে হিমু বাছাড় ও পুষ্পিতা জামান শুরুটা ভালো করেছিলেন। প্রি কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষকে ১৪৯-১৪৬ স্কোরে হারিয়ে জায়গা করে নেন কোয়ার্টারে। কিন্তু সেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইন্দোনেশিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১৫৫-১৫৭ পয়েন্টে হার মানে বাংলাদেশ।
অন্যদিকে রিকার্ভ মিশ্র বিভাগে মনিরা আক্তার ও আব্দুল আলিফের পারফরম্যান্স আরও হতাশাজনক ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম দুই সেটেই হেরে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ড্র করলেও শেষ পর্যন্ত ১-৫ সেট পয়েন্টে ম্যাচ হারতে হয়।
দলীয় ও মিশ্র দুই বিভাগেই ব্যর্থ হওয়ায় বাংলাদেশের আরচ্যারী শিবিরে কিছুটা হতাশার ছায়া নেমে এসেছে। তবে এখনো কিছুটা আশার আলো জ্বলছে ব্যক্তিগত ইভেন্টে। রিকার্ভে আব্দুল আলিফ লড়বেন স্বর্ণপদকের জন্য, আর কম্পাউন্ডে হিমু বাছাড়ের সামনে রয়েছে ব্রোঞ্জ জয়ের সুযোগ।