কক্সবাজারে অনুষ্ঠিত হলো বৈশাখী ট্রায়াথলন। সাতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে আয়োজিত এই প্রতিযোগীতায় পুরুষ ও নারী ক্যাটাগরিতে ১৯৮জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। পুরুষ বিভাগে বাংলাদেশের আয়রনম্যানখ্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত এবং নারী বিভাগে বিকেএসপি’র সাবেক শিক্ষার্থী ফেরদৌসী আক্তার মারিয়া সেরা হয়েছেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনা বাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
শনিবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখালে ৭৫০ মিটার সাঁতার দিয়ে শুরু হয় প্রতিযোগীতা। সাঁতার শেষে ২০ কিলোমিটার সাইক্লিং। এর পর পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগীতা।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধান ও কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৈশাখী ট্রায়াথলন–২০২৫ প্রতিযোগিতায় নারী ক্যাটাগরিতে দুইজন অংশ নেন। এদের মধ্যে একজন ছিলেন ব্রাজিলীয় প্রতিযোগী।
পেশাদারি ক্যাটাগরি গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা হয়েছেন যথাক্রমে মো. শামসুজ্জামান ও ফেরদৌসী আক্তার মারিয়া। ২০২৩ সালে বিকেএসপি থেকে এইচএসসি পাশা করা মারিয়া পুরুষ ও নারী ক্যাটাগরি মিলিয়ে ৭ম হয়েছেন।
অ্যামেচার ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হন মো. মহিউদ্দিন। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রথম ১০ অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট ও ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেককে মেডেল ও ই–সার্টিফিকেট দেওয়া হয়।