জেফারসন উডেন দ্রুততম মানবী

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন। ১০.৬১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে একদিকে যেমন সোনা জিতেছেন তেমনি হয়েছেন দ্রুততম মানবী। একই সঙ্গে ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন।

জেফারসন উডেনের আগে এত কম সময় নিয়ে এর আগে কেউ মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে পারেননি। সব মিলিয়ে এই ইভেন্টে এটি সর্বকালের চতুর্থ দ্রুততম দৌড়।

উডেনের পেছনে থেকে দৌড় শেষ করেছেন জ্যামাইকার টিয়া ক্লেটন। তিনি সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় হয়েছেন অলিম্পিকে সোনা জয়ী লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তার দৌড় শেষ করতে সময় লেগেছে ১০.৮৪ সেকেন্ড।

এদিকে নিজের শেষ বিশ্ব অ্যাথলেটিকসের প্রতিযোগিতা শেষ করেছেন জ্যামাইকান তারকা শেলি অ্যান ফ্রেজার। তবে শেষটা ভালো হয়নি তার। ১১.০৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন, হয়েছেন ষষ্ঠ।

Exit mobile version