আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে বাংলাদেশ থেকে যাচ্ছেন হার্ডলার নাজমুল হোসেন রনি। সম্প্রতি তিনি ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩১ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙেছেন। এছাড়া সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিক্সেও একই ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।
সাধারণত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্প্রিন্টারদের পাঠায়। তবে এবার ব্যতিক্রম ঘটিয়ে রনিকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে সে বিশ্ব অ্যাথলেটিক্সে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার টাইমিং সাফ গেমসে স্বর্ণ পাওয়ার মতো এবং বয়সও কম। সব কিছু মিলিয়ে তাকে বিশ্ব পর্যায়ে খেলার সুযোগ দেয়া হচ্ছে।”
গত শনিবার ছিল বিশ্ব অ্যাথলেটিক্সের নিবন্ধনের শেষ দিন। ফেডারেশন রনির সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েই তার নাম অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে শটপুটার গোলাম সারওয়ার কিংবা লং রানের রিংকি জাতীয় রেকর্ড করলেও আন্তর্জাতিক মানে তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে নেই। এ বিষয়ে শাহ আলম বলেন, “লং রান, থ্রো ইভেন্টে আমরা আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক পেছনে। থ্রো’র তুলনায় জাম্পে খানিকটা এগিয়ে। আবার জাম্পের চেয়ে হার্ডলস-স্প্রিন্ট আরেকটু এগিয়ে। আমরা দক্ষিণ এশিয়া, আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় থ্রো, জাম্পারদের পাঠাব সামনে। না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।”
অ্যাথলেটিক্স ফেডারেশন খরচ ও মান বিবেচনায় বড় টুর্নামেন্টে সাধারণত একজন খেলোয়াড় পাঠায়। সম্প্রতি বিশ্ব ইনডোর প্রতিযোগিতায়ও বাংলাদেশ একমাত্র প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল স্প্রিন্টার জহিরকে।
যদিও খেলোয়াড় একজন যাচ্ছেন, কর্মকর্তার সংখ্যা থাকছে দুইজন। ১১–১২ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক (অব.) অংশ নেবেন ডেলিগেট হিসেবে এবং সাধারণ সম্পাদক শাহ আলম থাকবেন ডেলিগেট কাম ম্যানেজার হিসেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















