কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের দশম আসরে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন ইমরানুর। এবার ফাইনালে দৌড় শেষ করলেন এর চেয়ে বেশি সময় নিয়ে।
সেমিফাইনালের টাইমিংয়ে ছিলেন তৃতীয়। ফাইনালে তাও ধরে রাখতে পারলেন না। ফলে চতুর্থ হয়ে দৌড় শেষ করলেন। নিজে হতাশ হলেন, হতাশ করলেন দেশের ক্রীড়া প্রেমীদেরও।
ইমরানুর রহমান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজের সেরা টুকু দিয়েও ৬০মিটারে আজকের ফাইনালে ৬.৬৭ সেকেন্ড সময় নিয়ে ৪র্থ হয়েছেন। ৬ দশমিক ৫২ এই ইভেন্টে ১ম হয়েছেন ওমানের আলী আনোয়ার। জাপানের সুহেল টাডা ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন ২য়। ৬.৬৬ সেকেন্ড সময় নিয়ে ৩য় হয়েছেন উত্তর কোরিয়ার জো কুম রায়ং।
গত বছর কাজাখস্তানের আস্তানায় ১০ম এশিয়ান ইনডোরে ইমরান ৬০মিটারে ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে ১ম হয়েছিলেন।