আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের আসরে বাংলাদেশ থেকে ২৪ সদস্যের একটি দল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছেন ১৯ জন অ্যাথলেট ও ৫ জন কর্মকর্তা।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে ১৫ সদস্যের প্রথম দল—যার মধ্যে ২ জন কোচ ও ১৩ জন অ্যাথলেট—ইতিমধ্যে ভারতের রাঁচিতে পৌঁছেছেন। দ্বিতীয় দলের ৯ সদস্য (৬ জন অ্যাথলেট ও ৩ জন কর্মকর্তা) আগামীকাল, ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
অন্যদিকে, বাহরাইনে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ গেমস-এ অংশ নিতে ৩ সদস্যের বাংলাদেশ দল (১ জন কোচ ও ২ জন অ্যাথলেট) ইতোমধ্যে গতকাল বিকেল ৫টার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আশা করছে, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটরা সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। ফেডারেশনের মাননীয় সভাপতি ঘোষিত পুরস্কার অনুযায়ী, স্বর্ণপদক জয়ীকে দেওয়া হবে ৩ লাখ টাকা, রৌপ্যজয়ীকে ২ লাখ টাকা, ব্রোঞ্জজয়ীকে ১ লাখ টাকা এবং যারা নিজেদের সেরা পারফরম্যান্স করবে, তাদের প্রত্যেককে দেওয়া হবে ২০ হাজার টাকা করে পুরস্কার।
এই পুরস্কার ঘোষণা প্রযোজ্য থাকবে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (ভারত), এশিয়ান ইয়ুথ গেমস (বাহরাইন) এবং ইসলামিক সলিডারিটি গেমস (সৌদি আরব)-এ অংশগ্রহণকারী বাংলাদেশের অ্যাথলেটদের জন্য।
সূত্র: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন
