পাকিস্তানকে ছাড়াই ভারতের রাঁচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট। তবে কোনো বিভাগেই পদক জিততে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।
বাংলাদেশের একাধিকবারের দ্রুততম মানবী শিরিন আক্তার দৌড় শেষই করতে পারেননি। নারী ১০০ মিটার স্প্রিন্টের হিটে কয়েক মিটার দৌড়েই ট্র্যাক ছেড়ে বেরিয়ে যান তিনি। ঘরোয়া পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠল তার পারফরম্যান্সে।
সম্প্রতি জাতীয় অ্যাথলেটিক্সে শিরিনকে হারিয়ে দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন সুমাইয়া দেওয়ান। রাঁচিতে তিনি হিট পর্ব পেরিয়ে ফাইনালে জায়গা করে নিলেও ১২.৩৫ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। ওই ইভেন্টে ব্রোঞ্জজয়ী ভারতের শিভাকিকের টাইমিং ছিল ১১.৭৮ সেকেন্ড।
পুরুষদের ১০০ মিটার ফাইনালে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল ও মোতালেব। দুজনই ১০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন, তবে ফটো ফিনিশে মোতালেব পঞ্চম ও ইসমাইল ষষ্ঠ হয়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হর্ষ রাওত, সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের স্বপ্ন দেখলেও সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্প্রিন্টারদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে। ব্রোঞ্জজয়ীদের সময় থেকেও বেশ পিছিয়ে থাকায় সামনে আরও কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















