১২ বছর বয়সেই চীনা সাঁতারুর বিশ্ব-রেকর্ড!

ছবি: কালেক্টেড

মাত্র ১২ বছর বয়সেই বিশ্ব আকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে নজির গড়েছেন চীনা সাঁতারু ইউ জিদি। বয়সের বিচারে এই প্রতিযোগিতার ইতিহাসে তিনিই এখন সবচেয়ে কম বয়সী পদকজয়ী।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব আকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতেছে চীন। সেই দলের সদস্য ছিলেন ইউ জিদি। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় হয়ে চীন জেতায়, রেকর্ডের পাতায় উঠেছে ইউয়ের নাম।

এই কীর্তির আগে ইতিহাসে শুধু একজনই ইউয়ের চেয়ে কম বয়সে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছিলেন—ডেনমার্কের ইনগা সোরেনসেন। মাত্র ১২ বছর বয়স না পেরোতেই, ১৯৩৬ অলিম্পিকে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

আগামী অক্টোবরেই ১৩তে পা দেবেন ইউ। তবে তার আগেই বেশ কয়েকবার পদকের কাছাকাছি পৌঁছে আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে মাত্র এক ধাপ পেছনে থেকে হয়েছেন চতুর্থ। এর আগে সোমবারও ব্যক্তিগত মিডলে পদক হারিয়েছেন ০.০৬ সেকেন্ডের ব্যবধানে।

এর আগে মে মাসে, ইউ জিদি ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে শেষ করে ১২ বছর বয়সী সাঁতারুদের বিশ্বরেকর্ডও গড়েন।

Exit mobile version