শুক্রবার প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের এক ঘণ্টা আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে ইরাকের অলিম্পিক দলকে। কারণ দলটির জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন।
তাঁর ডোপ টেস্টে পজিটিভ হওয়ার সংবাদটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। আগামী মঙ্গলবার দেশের হয়ে নামার কথা ছিল এ জুডোকারের।
৮০ কেজি ওজন শ্রেণিতে শেষ বত্রিশে উজবেকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সূচি ছিল তাঁর। তবে আপাতত তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক মামলা চলবে।