বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল ইনভাইটেশনাল জুডো প্রতিযোগিতায় সেরা হয়েছে স্বাগতিক বিকেএসপি। রানার্স আপ হয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গল জুডো এ্যাসোসিয়েশন।
দু’দিনের এই প্রতিযোগীতায় বিকেএসপি ছয় স্বর্ণ, দু’টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুডো এ্যাসোসিয়েশন তিনটি করে স্বর্ণ ও ব্রোঞ্জের পাশাপাশি একটি রৌপ্য নিয়ে রানার্স আপ হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী দিনে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গতকাল রোববার প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু।
আমন্ত্রনমূলক এ প্রতিযোগিতায় ওয়েস্ট বেঙ্গল জুডো এ্যাসোসিয়েশন, ও ভূটান জুডো এ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, চাঁপাইনবাবগঞ্জ জুডো ও বক্সিং একাডেমি, যশোর জেলা ক্রীড়া সংস্থা, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা জেনুইন রেসিডেন্সিয়াল স্পোর্টিং ক্লাব অংশ নেয়। প্রতিযোগিতায় ছেলে-মেয়ে সব মিলিয়ে প্রায় ১২০জন জুডোকার অংশ নেয়।
