জাতীয় স্টেডিয়াম, ঢাকায় সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স। দেশের বিদ্যমান পরিস্থিতিতে অনেক জেলায় ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় এবারের জাতীয় অ্যাথলেটিক্সে অনেকেই অংশ নিতে পারছে না। অন্য সময়ে জেলা ক্রীড়া সংস্থা/বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সার্ভিসেস দল মিলিয়ে যেখানে ৭২ দল অংশ নেয় এবায় সেখানে দলের সংখ্যা মাত্র ৩৫টি।
প্রতিযোগিতার বিস্তারিত জানাতে, রোববার জাতীয় স্টেডিয়ামের সভাপক্ষে বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।
তিনদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন।
ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দ্রুততম মানব যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান এবারের জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিবেন কি না এই বিষয়ে তারা নিশ্চিত নন। যদিও বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছেন ইমরানুর। গত বছর যদিও বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলেছিলেন প্রবাসী এই অ্যাথলেট।
ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ইমরানুর জাতীয় অ্যাথলেটিক্সে অংশ না নিলে ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চীনের নানজিং শহরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপের জন্য বিবেচিত হবেন না।
প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্ট গত ০৮ ফেব্রæয়ারি,২০২৫ তারিখ ভোর ৫ টায় পূর্বাচলের ৩০০ফিট রোডে অনুষ্ঠিত হয়েছে। আর হ্যামার থ্রো ইভেন্টটি আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আরও বলেন, ‘গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৬৪টি জেলার সমন্বয়ে ৮টি বিভাগীয় শহরে তারুণ্যের উৎসব আন্তঃ জেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত পর্ব গত ৭ ফেব্রুয়ারি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে বাছাইকৃত এ্যাথলেটদরে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতে যাচ্ছি। এবারের জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে বাছাইকৃত এ্যাথলেটদের নিয়ে আসন্ন সাফ গেমস ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হবে।’